হোম > সারা দেশ > নেত্রকোণা

দোকানের সামনে থেকে বাইক নিল চোর, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে পাশেই বন্ধুর সঙ্গে গল্প করছিলেন নূর মুহাম্মদ। হঠাৎ দেখেন এক যুবক তাঁর মোটরসাইকেলটি নিয়ে দ্রুত শহরের দিকে পালিয়ে যাচ্ছেন। তখন দুই বন্ধু চোর চোর বলে চিৎকার করে পিছু দৌড়াতে থাকেন। হইচই শুনে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের ধাওয়ায় মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। 

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চল্লিশা বাজারে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় মামলা হয়। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম শান্ত (২০)। তিনি জেলা সদরের কারলি এলাকার মো. আব্দুল আজিজের ছেলে। ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক মো. নূর মুহাম্মদ (১৯) জেলা শহরের নাগড়া (আনন্দবাজার) এলাকার বাসিন্দা। 

ওসি আবুল কালাম বলেন, ‘চোর চল্লিশা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছে। এমন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে সাকুয়া এলাকায় চেকপোস্ট বসানোর নির্দেশ দিই। এদিকে মোটরসাইকেল নিয়ে এসে সামনে পুলিশের চেকপোস্ট দেখে দ্রুত অন্যদিকে পালিয়ে যেতে চেষ্টা করেন নূর মুহাম্মদ। কিন্তু ধাওয়া দিয়ে পুলিশ তাঁকে মোটরসাইকেলসহ ধরে ফেলে।’

পরে মালিক এসে এটি তাঁর নিজের মোটরসাইকেল বলে শনাক্ত করেন। ঈদে চুরি ঠেকাতে ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। সহায়তার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের পাশে দাঁড়াবে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় করা মামলায় নূর মুহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২