হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরে শ্বশুরের বয়স্ক ভাতার টাকা তোলাকে কেন্দ্র করে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আবদুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত রুমালি মিয়ার ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক। অভিযুক্ত আবুল হাসেম (৬৪) একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, রায়দুম বাগড়া গ্রামের রুমালি মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর মৃত্যুর পর নমিনি হিসেবে বড় মেয়ে রহিমা খাতুন তিন মাসের টাকা তোলেন। ওই টাকা রহিমার স্বামী আবুল হাসেম খরচ করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে রুমালি মিয়ার ছেলে আবদুস সালামের সঙ্গে ভগ্নিপতি আবুল হাসেমের বিরোধ চলছিল। মঙ্গলবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেম ক্ষিপ্ত হয়ে শ্যালককে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবুল হাসেমকে গ্রেপ্তারে অভিযান চালছে। 

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার