নেত্রকোনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনার পর পিকআপের চালক শিপনকে আটক করেছে পুলিশ। তবে অটোরিকশা চালক পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা সদরের কান্দুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রবিন সরকারের ছেলে রমেশ সরকার (৪৮) ও বারহাট্টা উপজেলার মনাস গ্রামের তুলসী দাসের ছেলে আরাধন দাস (৩৬। আহতরা হলেন, ঠাকুরাকোনা গ্রামের জেসমিন ও মুক্তা। আটক পিকআপ চালক শিপন জেলা সদরের ঠাকুরাকোনা এলাকার বর্মন পাড়ার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘লাশ দুটির সুরতহাল রিপোর্ট শেষ করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’