হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় বড় ভাই নিহত, আহত ছোট ভাই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে নাঈম ও রায়হান (দুই ভাই) ধারালো অস্ত্র দিয়ে মাসরুলকে আঘাত করেন। এ সময় মাসুম এগিয়ে গেলে তাঁকেও আঘাত করে তাঁরা পালিয়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।’

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা