হোম > সারা দেশ > নেত্রকোণা

বিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশের

নেত্রকোনা প্রতিনিধি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিজয় র‍্যালিতে ব্যানার হাতে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ (লাল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

গুদামে অবৈধভাবে চাল মজুতের মামলায় নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ (৫০) পুলিশের খাতায় পলাতক আসামি। তবে তাঁকে গতকাল মঙ্গলবার উপজেলায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালিতে ব্যানার হাতে সামনের সারিতে দেখা যায়।

প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরও কীভাবে একজন নেতা পলাতক আসামি হন—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি ও ভিডিও পোস্ট করে অনেকে সমালোচনা করছেন।

খোকন আহমেদ কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামের একটি গুদাম রয়েছে।

জানা গেছে, গত ২০ জুন রাত ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকায় খোকনের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩০৪ বস্তা আতপ চাল জব্দ করা হয়। এ সময় খোকনকে একাধিকবার মোবাইল ফোনে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১ জুলাই খোকনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

আজ বুধবার এ বিষয়ে জানতে চাইলে খোকন আহমেদ বলেন, ‘গতকাল বিজয় র‍্যালিতে ছিলাম। আজকেও জেলায় আছি।’ তবে মামলায় জামিনে আছেন কি না, এমন প্রশ্নে কিছুটা নীরব থেকে বলেন, ‘বিষয়টা পরে জানাব।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি জামিন নেননি, পলাতক রয়েছেন। তবে তিনি গতকাল র‍্যালিতে ছিলেন, এটা আমাদের চোখে পড়েনি।’

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু