হোম > সারা দেশ > নেত্রকোণা

শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ায় তদন্ত কমিটি গঠন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। 

কমিটির প্রধান হিসেবে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের ডাক্তার অভিজিত লোহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে সদস্য করা হয়েছে। এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হলেও পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক কাটেনি। 

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আগের তুলনায় আমার মেয়ে কিছুটা সুস্থ আছে। তবে পরবর্তীতে এর জন্য কোনো সমস্যা হয় কি না এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়ের করব।’ 

নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, পর পর একই ব্যক্তিকে একসঙ্গে চার ডোজ টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। মদনের এক শিক্ষার্থী কে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত