হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছে। এর আগে গতকাল সোমবার ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অন্যদিকে অভিযুক্তের স্ত্রীর দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে সিঁড়ির পাশে অন্য আরেকটি কক্ষে শ্লীলতাহানির চেষ্টা চালায় অভিযুক্ত শিক্ষক। এ সময় তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তিনি সটকে পড়েন। পরে বাড়িতে গিয়ে ভুক্তভোগী ঘটনাটি তার পরিবারকে জানায়। 

এ ঘটনায় গত ৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ছাত্রীর বাবা। পরে ৭ অক্টোবর থানার লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে ৯ অক্টোবর (সোমবার) রাতে মামলাটি রেকর্ড করা হয়। 

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। 

ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষক একজন চরিত্রহীন লম্পট। তাঁর মতো মানুষ শিক্ষকতা পেশায় থাকলে এই পেশার বদনাম হবে। কোন ছাত্রীই নিরাপদ থাকবে না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কোনো মেয়ে এভাবে নিপীড়িত না হয়।’ 

অভিযুক্তের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি থাকা অবস্থায় আমার স্বামী এমন কাজ করবে এটাও আপনারা বিশ্বাস করছেন? জমি নিয়ে বিরোধের কারণে আমাদের ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে। আর সত্যি এমন ঘটনা করলে তো আমি নিজেই স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।’ 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা