হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আজ শনিবার উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। উভয়েই ওই উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন। পরে তিনি নিজেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে প্রথমে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাশেদ। পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র