হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা চিনি ও চোরাই কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।  

অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ–পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরও সদস্য। 

অভিযান সূত্রে জানা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সেই সঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। 

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে জব্দ মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র