হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিজিবির গুলিতে যুবক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং বিজিবির এক সদস্যও আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মী পুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান। 

খোঁজ নিয়ে জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপির সদস্যরা গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দা ও লাঠিসোঁটা দিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করে। চোরকারবারীদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারী আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজিবি সদস্য মিনহাজ উদ্দিনও। ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করে বিজিবি। 

এ নিয়ে জানতে চাইলে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করত। ওই এলাকার সুপারি ব্যবসায়িরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।’

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার