হোম > সারা দেশ > নেত্রকোণা

সংস্কারের অভাবে বেহাল দশা আটপাড়ার দেওগাঁ গ্রামের রাস্তা

প্রতিনিধি, আটপাড়া (নেত্রকোনা)

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে নেত্রকোনার আটপাড়ার ৩ নম্বর লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁ মাইজপাড়া গ্রামের রাস্তা। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, দেওগাঁ মাইজপাড়ার রাস্তার মাঝখানে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে আটপাড়া উপজেলা সদরে আসা–যাওয়া করছেন সাধারণ জনগণ। মাইজপাড়া থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটির এই বেহাল দশা দেখা যায়।

প্রতিবছর ফসল কাটার মৌসুমে হাওর থেকে উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য এই রাস্তা ব্যবহার করেন কৃষকেরা। এ ছাড়া বিগত সময়ে এই গ্রামে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময়ে আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। এতে অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী জানান, সংস্কারের অভাবে রাস্তাটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। তাঁর মৃত্যু হলে প্রশাসনের লোকদের আসতে বেগ পেতে হবে।

লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শিরিন বলেন, ‘আশা করা হচ্ছে রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করবে। এতে দ্রুত সময়ের মধ্যে আমার এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পাবে।'

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার