হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে আলামিন (২৭) নামে এক ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভীন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন-নরসিংদীর বেলাব উপজেলার মরিচাকান্দি গ্রামের রহুল আমিন ওরফে রাহুল (২১), একই গ্রামের মো. কাউছার মিয়া (২২), ভাটেরচর গ্রামের মো. হৃদয় মিয়া (২০), রুবেল (৩২), দুলালকান্দি গ্রামের রাকিবুল ইসলাম শুভ (২০), একই গ্রামের মাহিন (১৯), নোয়াকান্দি গ্রামের সাইদুল (৩০), ভৈরব থানার দড়িচন্ডিবের এলাকার সুমন ওরফে সুন্দর সুমন (২৯), বাঁশগাড়ী (মানিকদী) গ্রামের আশাব উদ্দিন ওরফে শাকিল (৩০) ও রায়পুরা থানার সাহেরচর গ্রামের রিপন (২৮)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী প্লানভিউ নামে একটি বেসরকারি ফার্মের উপসহকারী প্রকৌশলী ও রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আলামিন নরসিংদীর অফিস থেকে মোটরসাইকেলযোগে রায়পুরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে দুর্বৃত্তরা আটকে তার হাত, পা বেঁধে শ্বাসরোধ ও কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেন।

মামলায় পুলিশ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলার ১০ আসামির মধ্যে দুই আসামি মাহিন ও রাকিবুলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি ৮ জন আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে ৩ জন আদালত হতে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার