হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদী প্রতিনিধি

বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে। গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। সেই টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানার পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক