হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী রোহান (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার মামাতো ভাই মোটরসাইকেলচালক তানিম (১৮) আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মাগরিবের নামাজের পর চালাকচর বাজার থেকে কেনাকাটা করে মামাতো ভাই তানিমের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল রোহান। হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকায় গেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রোহানের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা