হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রাকে কভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক ও সহকারী। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

আজ বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্রই ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামানোর চেষ্টা করলে পেছনের প্রাণ আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক ও সহকারী ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। 

ভৈরব হাইওয়ে থানার (অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপপরিদর্শক ফখরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছি।’

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক