হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: জেলা সহসাংগঠনিক সম্পাদক জুয়েল গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরিসংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল। ফাইল ছবি

নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এর মধ্যে ছাত্রদল নেতা সিয়াম মিয়া বাদী হয়ে করা মামলায় ফজলুল কবির জুয়েল প্রধান আসামি।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ওই ঘটনায় জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম বাদী হয়ে অপর পক্ষের নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে আরেকটি পাল্টা মামলা দায়ের করেছেন।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ