হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালালেন স্বামী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিহত খাদিজা আক্তারের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে তাঁর স্বামী গলা টিপে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ গতকাল রোববার দুপুরে ভরতেরকান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের তারেক মিয়ার স্ত্রী। তাঁকে গতকাল শনিবার দিবাগত রাতে হত্যা করা হয়।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আজ সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে খাদিজার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলছে, তারেকের সঙ্গে তাঁর স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রাতের কোনো একসময় স্ত্রীকে গলাটিপে হত্যা করেন তারেক। পরে লাশ ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তিনি পালিয়ে যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে