হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে দুই কর্মচারীকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তদন্ত কমিটি।

আটক ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। তদন্ত কমিটির সদস্যরা আশিকুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে ১২ লাখ টাকা এবং নাহিদুল ইসলামের অ্যাকাউন্টে ২ লাখ টাকার লেনদেনের প্রমাণ পান।

আজ বুধবার রাত ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা নির্বাচন কার্যালয়ের একজন কর্মী অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য হস্তান্তর করে আসছিল। বিষয়টি জানার পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে দুজনকে আটক করে থানায় সোপর্দ করে।

এর আগে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ের কয়েকজন কর্মচারী অবৈধভাবে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে আসছেন।

তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কার্যালয়ের দুই কর্মচারীকে আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক