হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত রিয়াজুল। এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

গ্রেপ্তার রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের জামাল উদ্দিন শেখের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা ব্যাপারীর বাড়ির ভাড়াটে। ভুক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা ব্যাপারীর বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে রিয়াজুল ইসলাম ও ভুক্তভোগী শিশুর পরিবার। ওই শিশুর বাবা রঙের কাজ করেন এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। তাঁদের তিন সন্তানকে রেখে তাঁরা কাজে চলে যান।

গতকাল সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে ডেকে আনেন রিয়াজুল। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায় বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় দৌড়ে পালিয়ে যান রিয়াজুল। এ ঘটনায় আজ সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা