হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

আজ রোববার বিকেলে দ্বিগু বাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলী ট্রেডার্স, আল আমীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

অভিযানের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা ভারতের পেঁয়াজ আমদানিকে অজুহাত দাঁড় করাচ্ছেন। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে, সেটারও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ 

তিনি আরও বলেন, ‘এখানে কোনো দোকানে মূল্যতালিকা নেই। বেশ কয়েকজন তথ্য দিতে চাচ্ছিলেন না। পরে তাঁদের ক্রয় রসিদ সংগ্রহ করে ঢাকার শ্যামবাজারে পাইকারি বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। ক্রয় দামের সঙ্গে বিক্রয় দামের বড় গরমিল পাওয়া গেছে।’

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি