হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডাইং কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন—ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার শাহাব উদ্দিনের ছেলে মিলন (২৩) এবং নরসিংহপুর এলাকার হারুন মিয়ার ছেলে হায়দার (২৭)। তাঁরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

কারখানার শ্রমিকেরা জানান, রাতে কারখানা চলাকালীন হঠাৎ জেনারেটর কক্ষ থেকে বিস্ফোরণ ঘটে। কক্ষের দেয়াল ধসে পড়ে। সেখান থেকে আগুনে পোড়া অবস্থায় বেরিয়ে আসে মিলন ও হায়দার। তাদের প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শী কারখানায় শ্রমিক সাগর বলেন, ‘হায়দার ও মিলনের সঙ্গে আমি কাজ করতাছিলা। আমি বাইরে যাবার পর কারখানার জেনারেটর বিস্ফোরণ হয়। আমি নিজে দুজনকে হাসপাতালে নিয়া গেছি। ডাক্তাররা বলসে হায়দারের অবস্থা বেশি খারাপ। ওর শরীরের ৯৫ শতাংশ পুইড়া গেছে। তবে মিলনের শরীরের পিঠের কিছু অংশ পুড়ছে।’ 

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। নারায়ণগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ, ‘আমরা ঘটনাস্থলে যাবার আগেই আগুন নিভে যায়। মূলত জেনারেটর কক্ষ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আমাদের তদন্ত চলছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থা দুজনকে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি