হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেস স্টিকার লাগানো অর্ধশত ইজিবাইক জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। এ সময় নামে-বেনামে প্রেস স্টিকার লাগানো প্রায় অর্ধশত ইজিবাইক জব্দ করা হয়। অবৈধ এসব যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে স্টিকারের বিনিময়ে মাসোয়ারা আদায়েরও অভিযোগ রয়েছে।

ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযানে আজ সোমবার সকালে এসব ইজিবাইক আটক করা হয়। পরে জরিমানা আদায় করে এবং শহরে প্রবেশ না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ইজিবাইকের কারণে পুরো শহরে যানজট তৈরি হয়। শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ অটোরিকশার স্ট্যান্ডও তৈরি করা হয়েছে। এতে সব সময় যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মহামারির আগে এই ব্যাটারিচালিত রিকশা, মিশুক ও অটো অলিগলিতে চললেও করোনার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। নিয়ন্ত্রণহীন এই বাহনে প্রায়ই ঘটে দুর্ঘটনা। 

ইজিবাইক চালক করিম বলেন, ‘বাবু নামে এক লোক আমাদের এই স্টিকার দিছে। তারে মাসে কিছু টাকা দিলে ইজিবাইক পুলিশ আটকাইতো না। কিন্তু আজ তো ঠিকই আটকাইলো। স্টিকার দেখলে আগে কিছু বলত না। এখন বাসায় গিয়া স্টিকার তুইলা ফেলমু।’ 

এদিকে অধিকাংশ ইজিবাইকে প্রেস স্টিকার থাকার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শহরে বেশ কিছু ইজিবাইকে আমরা প্রেস বা নানান গণমাধ্যমের নাম দেখতে পেয়েছি। আইন অমান্য করে তারা চলাচলের চেষ্টা করছিল। সেসব ইজিবাইক জব্দ করে নিয়মিত মামলা ও জরিমানা করা হয়েছে। শহরে কোনোভাবেই ইজিবাইক প্রবেশ করতে পারবে না।’ 

এদিকে প্রেস স্টিকার লাগিয়ে মাসোয়ারা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অ্যাডমিন) একে করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাউকে এই স্টিকার লাগিয়ে চলাচলের অনুমতি দেইনি। কারা এসব স্টিকার চালকদের দিয়েছে, তা আমরা জানি না। তবে স্টিকার লাগিয়ে অবৈধ ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। ইজিবাইকগুলোকে আজ সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি