হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেস স্টিকার লাগানো অর্ধশত ইজিবাইক জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। এ সময় নামে-বেনামে প্রেস স্টিকার লাগানো প্রায় অর্ধশত ইজিবাইক জব্দ করা হয়। অবৈধ এসব যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে স্টিকারের বিনিময়ে মাসোয়ারা আদায়েরও অভিযোগ রয়েছে।

ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযানে আজ সোমবার সকালে এসব ইজিবাইক আটক করা হয়। পরে জরিমানা আদায় করে এবং শহরে প্রবেশ না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ইজিবাইকের কারণে পুরো শহরে যানজট তৈরি হয়। শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ অটোরিকশার স্ট্যান্ডও তৈরি করা হয়েছে। এতে সব সময় যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মহামারির আগে এই ব্যাটারিচালিত রিকশা, মিশুক ও অটো অলিগলিতে চললেও করোনার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। নিয়ন্ত্রণহীন এই বাহনে প্রায়ই ঘটে দুর্ঘটনা। 

ইজিবাইক চালক করিম বলেন, ‘বাবু নামে এক লোক আমাদের এই স্টিকার দিছে। তারে মাসে কিছু টাকা দিলে ইজিবাইক পুলিশ আটকাইতো না। কিন্তু আজ তো ঠিকই আটকাইলো। স্টিকার দেখলে আগে কিছু বলত না। এখন বাসায় গিয়া স্টিকার তুইলা ফেলমু।’ 

এদিকে অধিকাংশ ইজিবাইকে প্রেস স্টিকার থাকার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শহরে বেশ কিছু ইজিবাইকে আমরা প্রেস বা নানান গণমাধ্যমের নাম দেখতে পেয়েছি। আইন অমান্য করে তারা চলাচলের চেষ্টা করছিল। সেসব ইজিবাইক জব্দ করে নিয়মিত মামলা ও জরিমানা করা হয়েছে। শহরে কোনোভাবেই ইজিবাইক প্রবেশ করতে পারবে না।’ 

এদিকে প্রেস স্টিকার লাগিয়ে মাসোয়ারা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অ্যাডমিন) একে করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাউকে এই স্টিকার লাগিয়ে চলাচলের অনুমতি দেইনি। কারা এসব স্টিকার চালকদের দিয়েছে, তা আমরা জানি না। তবে স্টিকার লাগিয়ে অবৈধ ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। ইজিবাইকগুলোকে আজ সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত