হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। 

মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি। 

মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট