হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। 

মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি। 

মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা