হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে পাওনা টাকা চাওয়ায় ইজিবাইকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে আবুল কাশেম (৪৫) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবুল কাশেম উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমর আলীর ছেলে সুরুজ আলীকে (৪১) আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেমের স্ত্রী হোসনা আক্তার প্রতিবেশী রফিকুল ইসলামের কাছে অল্প অল্প করে ১ লাখ ৮০ হাজার টাকা জমা রাখেন। গত সপ্তাহে হোসনা আক্তার ওই টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল শনিবার দুপুরে হোসনার স্বামী আবুল কাশেম ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন কাশেমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার রাত ৩টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল কাশেমের ছেলে মো. হিমেল মিয়া বলেন, ‘পাওনা টাকা চাইতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম আজকের পত্রিকাকে বলেন, খুনের ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩