হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে জাম্বুরাগাছে ঝুলছিল অটোরিকশাচালকের মরদেহ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ফয়সাল মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জাম্বুরাগাছে ঝুলন্ত অবস্থায় ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়সাল ওই গ্রামের মুজিবুর রহমান স্বপনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া প্রতিদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে ঘুমাতেন। বুধবার রাতে পরিবারের অজান্তে বসতঘরের পেছনে একটি জাম্বুরাগাছে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। রাত ১টার দিকে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফয়সালের বাবা মুজিবুর রহমান বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো ঝগড়া ছিল না। কিছু বুঝে ওঠার আগেই ঘরের পেছনে গাছে ঝুলে আত্মহত্যা করেছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার