হোম > সারা দেশ > ময়মনসিংহ

বগুড়ায় বেশি দামে ট্রেনের টিকিট বিক্রির সময় কালোবাজারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রোড এলাকা থেকে ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রির সময় শাহরুল ইসলাম গোলাপ (৩০) নামের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শাহরুল ইসলাম গোলাপ নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়ার শেখপুরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। 
 
সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্টেশন রোডে অবস্থিত অনলাইন পয়েন্ট নামের একটি কম্পিউটারের দোকানে ট্রেনের টিকিট কালোবাজারিতে বিক্রি হচ্ছে। পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তখন কালোবাজারিতে টিকিট বিক্রি করার সময় পুলিশ শাহরুল ইসলাম গোলাপকে হাতেনাতে আটক করে। তাঁর কাছে বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখের ২৩টি আসনের ১৪টি অনলাইন টিকিট ও কম্পিউটারে বিভিন্ন ব্যক্তির ৯০টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। 
 
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে গোলাপের বিরুদ্ধে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে ও আসামিকে বগুড়া আদালতের পাঠানো হয়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে রেলওয়ে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন