হোম > সারা দেশ > নেত্রকোণা

পণ্ড করে দেওয়া হলো বিনা মূল্যের চক্ষু শিবির ক্যাম্প

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বিনা মূল্যের চক্ষু শিবির ক্যাম্প পণ্ড করে দেওয়া হয়েছে। নিবন্ধনহীন একটি চক্ষু হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছিল।

কলমাকান্দা চক্ষু হাসপাতালের চিকিৎসক ও চক্ষু শিবিরের আয়োজক ফারহানা ইয়াসমিন ববি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসার জন্য দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়। এ ক্যাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। থানা-পুলিশকেও বিষয়টি জানানো হয়। কিন্তু ‘এনএসবি আই ভিশন’ নামের চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম, অপর মালিক অনিরুদ্ধ বসু কয়েকজনকে নিয়ে এই আয়োজন পণ্ড করে দেন।

ফারহানা ইয়াসমিন ববি বলেন, ‘চিকিৎসা ক্যাম্পে এসে তাঁরা আমাদের গালাগাল করেন। অনুমতি নেওয়ার কাগজপত্র দেখতে চান। চিকিৎসকদের সনদপত্র দেখতে চান। প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে জানানো হলেও তাঁরা বলেন, এখানে কিছু করতে হলে নাকি তাঁদের অনুমতি লাগবে। পরে আমাদের সেখান থেকে তুলে দেওয়া হয়।’

ববি আরও বলেন, ‘ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালেও কোনো প্রতিকার পাইনি। পরে থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ আমাদের সঙ্গে ক্যাম্পে আসে। কিন্তু ততক্ষণে সব রোগী তারা তাড়িয়ে দেয়।’

ক্যাম্পে গিয়ে চিকিৎসকের সনদ ও অনুমতির কাগজপত্র দেখতে চাওয়ার বিষয়টি স্বীকার করেন ‘এনএসবি আই ভিশন’ চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম।

অভিযুক্ত অপর মালিক অনিরুদ্ধ বসু বলেন, ‘এই এলাকায় কেউ চক্ষু চিকিৎসা করালে তাঁদের অনুমতির কাগজ বা সনদসহ অন্যান্য বিষয় দেখার এখতিয়ার আমাদের আছে।’ কোন দপ্তর থেকে আপনাদের এই এখতিয়ার দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এমন প্রশ্ন করার অনুমতি আপনাদের নেই।’ তবে তাঁর নিজের প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই বলে স্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কারও অনুমোদন বা সনদ দেখবে প্রশাসন। এনএসবি আই ভিশন চক্ষু চিকিৎসা কেন্দ্রের কারও এসব দেখার এখতিয়ার নেই। বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ