হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মধ্যরাতে আগুনে পুড়ল ৯ দোকান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মধ্যরাতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত ২টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকানিরা।

খবর পেয়ে আজ সকালে উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ৭ হাজার করে টাকা ও বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

অন্য সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, পোলাও চাল, সেমাই ও গায়ে মাখার সাবান ইত্যাদি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের গতকাল দিবাগত রাত ১টার দিকে একটি মনোহারী দোকানে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুন পাশের অন্য মনোহারী দোকানগুলোয়ও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ওই বাজারের আশপাশের অনেক দোকানঘর আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক হান্নান বলেন, ‘বাজারে প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করি। চিৎকারে বাজারের আশপাশের লোকজন ছুটে আসেন। পানি ছিটিয়ে ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে ছুটে এসে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করি। আশপাশের লোকজনও আগুন নেভাতে চেষ্টা চালায়। দীর্ঘসময় পর আগুন নিয়ন্ত্রণে এলেও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ উপলক্ষে দোকানে বেশি করে মালামাল তুলেছিলাম। সবই আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।’

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের নানা ধরনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা