ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের নূর প্রজ্ঞা (কিরণ) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় গৌরীপুর পৌর শহরের কালীপুরে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
জানা গেছে, প্রজ্ঞা ময়মনসিংহের গৌরীপুর ৪ নম্বর মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন মাস্টারের বড় ছেলে। ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের মেধাবী ছাত্র জুবায়ের নূর প্রজ্ঞার এমন অকাল মৃত্যুতে গৌরীপুরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুরা হতবিহ্বল হয়ে পড়েন এ ঘটনায়। প্রজ্ঞার আত্মহত্যার মতো কি কারণ থাকতে পারে তাঁরা কিছুই বলতে পারছেন না।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।