হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযান, আটক ৭ দালালের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। পরে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক তাদের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন শামছুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), রতন মিয়া (৪৭), আলাল উদ্দিন (৩২), জুয়েল মিয়া (২৬), মো. পাভেল (২৩)। তারা সবাই ময়মনসিংহ নগরীর বাসিন্দা। 

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সাত দালালকে আটক করে র‍্যাব-১৪ এর সদস্যরা।

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসা অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে তারা টাকা হাতিয়ে নিতেন এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা প্রদান করে আসছিল। তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র