হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আ.লীগ নেতা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ।

নিহত ফজলুল করিম রতন (৫৫) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের প্রয়াত আব্দুল বারেক মাস্টারের ছেলে তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল করিম গতকাল রাতে ময়মনসিংহ থেকে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জে মোটরসাইকেলে ফিরছিলেন। সেখান থেকে ফেরার পথে গাজীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে মোটরসাইকেল আরোহী ফজলুল করিম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক