হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা-৫: জাল ভোট দিতে এসে ৩ কিশোর আটক, পরে জরিমানা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় জাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল তিন কিশোর। বিষয়টি বুঝতে পেরে তাদের আটকের পর জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন। আজ রোববার সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার বাদে পুটিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে। 

ওই তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি বাদে পুটিকা গ্রামে। তাদের আটকের বিষয়টি জানতে পেরে স্বজনেরা এসে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাদে পুটিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার জন্য ওই তিন কিশোর লাইনে দাঁড়িয়েছিল। তাদের দেখে সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান আটক করে। 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি মো. আনোয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৯৯ জন।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার