হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানখেত থেকে হাফিজ উদ্দিন খান (৭০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের সাদ্দাতা বিলের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার এবাদত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফিজ উদ্দিন খান প্রতিদিনের মতো গতকাল বেলা সাড়ে তিনটার দিকে প্লাস্টিকের বস্তাসহ তাঁর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাদ্দাতা বিলের গরুর ঘাস কাটতে যান। এরপর সন্ধ্যার দিকে এলাকাবাসী সাদ্দাতা বিলের উত্তর পাশে ধানখেতের আইলের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে পাগলা থানা-পুলিশে খবর দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার