হোম > সারা দেশ > ময়মনসিংহ

রেলসেতুর ওপর ৪ কিশোরের টিকটক, ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ ১ 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে রেলসেতুর ওপর টিকটিক ভিডিও করছিল চার কিশোর। এ সময় ট্রেন চলে আসায় তিনজন পানিতে লাফিয়ে তীরে উঠে এলেও ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া (১২)। আজ রোববার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

গতকাল শনিবার বিকেলে পৌর শহরের পাটনীপাড়া রেলসেতুতে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ মৃদুল মিয়া ইসলামপুর পৌর শহরের ব্যাপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, একই এলাকার বন্ধু সুজন (১২), ওয়ারেছ (১১) ও ইমন মিয়ার (১১) সঙ্গে বাড়ির অদূরে পাটনীপাড়া রেলসেতুতে টিকটিক ভিডিও তৈরি করতে যায় মৃদুল মিয়া। একপর্যায়ে লোহার রেলসেতুর ওপর টিকটিকের ভিডিও ধারণের সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে পৌঁছায়। এ সময় মৃদুলের অন্য বন্ধুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পাড়ে ওঠে। কিন্তু সময়মতো ঝাঁপ দিতে না পারায় ট্রেনের ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে টিকটিক করতে গিয়েছিল মৃদুল মিয়া। একপর্যায়ে রেলসেতুতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয় সে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’ 

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) বিকেল থেকে আমাদের দুটি ইউনিট নিখোঁজ মৃদুল মিয়ার সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার