হোম > সারা দেশ > শেরপুর

পৌরসভা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আ.লীগের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এএইচএম মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওয়াজ কুরুণী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র, ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ যোগানিয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক