হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় আরজ আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আরজ আলী উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাজ শেষ হয়। আজ মঙ্গলবার দুপুরে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকিতে নামেন নির্মাণশ্রমিক আরজ আলী ও তাঁর এক সহকারী।

এ সময় গ্যাসের বিষক্রিয়া ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সেন্টারিংয়ের কাঠ খুলতে আরজ আলী সেপটিক ট্যাংকে নামেন। সেখানে গ্যাসের বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ