হোম > সারা দেশ > ময়মনসিংহ

জিঞ্জিরাম নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে নদে ডুবে নিখোঁজ হওয়া ইয়াসিন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঝালরচর এলাকার জিঞ্জিরাম নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। ইয়াসিন ওই গ্রামের ছাহামত আলীর ছেলে।  

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশু ইয়াসিন মায়ের সঙ্গে নদের তীরবর্তী বেগুনখেতে যায়। মা খেতের পরিচর্যার ব্যস্ত থাকার কোনো একসময়ে শিশু ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে মা চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গতকাল অসতর্কতাবশত শিশুটি নদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে শিশুটিকে উদ্ধার করা যায়নি। আজ শিশুটির লাশ নদ থেকে উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন