হোম > সারা দেশ > ময়মনসিংহ

জিঞ্জিরাম নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে নদে ডুবে নিখোঁজ হওয়া ইয়াসিন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঝালরচর এলাকার জিঞ্জিরাম নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। ইয়াসিন ওই গ্রামের ছাহামত আলীর ছেলে।  

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশু ইয়াসিন মায়ের সঙ্গে নদের তীরবর্তী বেগুনখেতে যায়। মা খেতের পরিচর্যার ব্যস্ত থাকার কোনো একসময়ে শিশু ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে মা চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গতকাল অসতর্কতাবশত শিশুটি নদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে শিশুটিকে উদ্ধার করা যায়নি। আজ শিশুটির লাশ নদ থেকে উদ্ধার করা হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র