হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিষপানের এক দিন পর গৃহবধূর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে বিষপানের এক দিন পর রাবিয়া আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এর আগে শনিবার সকালে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন।

রাবিয়া আক্তার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাটুরী গ্রামের জসিম মিয়ার স্ত্রী ও পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চকলেঙ্গুরা এলাকার মোহাম্মদ আলী মধুর মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।  

পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত শনিবার সকালে স্বামীর বাড়িতে বিষপান করে মায়ের কাছে ফোন দিয়ে লাশ নেওয়ার কথা জানিয়ে ছিলেন রাবিয়া আক্তার। তাৎক্ষণিকভাবে বাবা-মা গিয়ে সেখান থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। মমেকে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। পরে তাঁর লাশ বাবার বাড়িতে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে জনপ্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয় পুলিশ। 

এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করেন রাবিয়া। তাঁর বাবা-মায়ের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ