হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

নকলা (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মলি ওই এলাকার বেসরকারি চাকরিজীবী মকছেদ আলীর মেয়ে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তিন বোনের মধ্যে মলি ছিল মেজ।

নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবার দাবি করছে, গতকাল বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মলি।

মলির বাবা মকছেদ আলী বলেন, ‘দুপুরে মলির সঙ্গে ফোনে কথা হয়েছিল। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানায়, মলি আত্মহত্যা করেছে। তখন পরিবারের অন্যরা খেতে আলু তুলতে গিয়েছিল। খবর পেয়ে আমি নকলা থানায় আসি। মলি কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন