হোম > সারা দেশ > জামালপুর

রাতের খাবারে ‘ঘুমের ওষুধ’, একই পরিবারের ৪ সদস্য হাসপাতালে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।  

অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’ 

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত