হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

জামালপুর প্রতিনিধি 

আইনজীবী জাকির হোসেনের জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেনের জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা দেয়। আজ বুধবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাঁর মুক্তির দাবিতে শতাধিক নারী-পুরুষ স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে একজন নারীসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

স্থানীয় ও আদালত সূত্র জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে মেলান্দহ উপজেলার নাংলা গ্রামে বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা হয়। মামলার বাদী চায়না বেগম। আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে আইনজীবীর স্বজন ও এলাকাবাসী আদালতে জড়ো হয়ে স্লোগান দেন।

পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি হয়। এ সময় আহতদের মধ্যে জান্নাতুল হুমাইরা জেমি (জাকির হোসেনের ভাতিজি) বলেন, ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ মারধর শুরু করে। তারা আমাদের গ্রামের নিরীহ এলাকাবাসীকেও মারধর করেছে।’

আইনজীবীর জামিন নামঞ্জুর হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

আদালত প্রাঙ্গণের উত্তেজনা প্রায় আধা ঘণ্টা পর শান্ত হয়। এরপর জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, ‘আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তারা করতে চেয়েছিল। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা