হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হলো বিজয়-৭১ চত্বর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ও বিজয়-৭১ চত্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড়ের বিজয়-৭১ চত্বরটি প্রথমে ভাঙচুর করে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাঝখানে একটি ফোয়ারা নির্মাণ করে পৌরসভা। শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বসানো হয়েছিল ফোয়ারাটির চার পাশে। মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাস্কর্যের মাঝে দুটি মানুষ আকৃতি হাত তুলে লাল-সবুজের জাতীয় পতাকা বহন করছিল।

ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্মিত চত্বরটির নাম দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। এ কারণে যানবাহন চলাচলে অসুবিধা এবং এ কারণে যানজট সৃষ্টি হওয়ায় এটি অপসারণের দাবি ছিল দীর্ঘ দিনের। বিজয়-৭১ চত্বরটি ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ শাহরিয়ার বিন মতিনের নামে নামকরণ করা হয়েছিল। চত্বরটি ভাঙার পর পাশের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা। এ সময় ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী স্লোগানে মুখর করে তোলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক হাসানুর রহমান সজীব, মোহাইমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তত্ত্বাবধানে এসব গুঁড়িয়ে দেওয়া হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা