জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে ডুবে ইয়াসিন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ডিগ্রিবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শিশু ডোয়াইল ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটি তার দাদার সঙ্গে আজ দুপুরে বাড়ির পাশের ডিগ্রিবন্ধ মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। দাদার অগোচরে হঠাৎ সে পুকুরে ডুবে যায়। পরে ইয়াসিনকে দেখতে না পেয়ে দাদা চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় ওই পুকুরে ডুবন্ত অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, শিশুটি তার দাদার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।