হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইল প্রেসক্লাব পদক ২০২২ পেলেন আজকের পত্রিকার সাংবাদিক

সাংবাদিকতায় বিশেষ অবদান জন্য ডিজিটাল সাংবাদিকতায় নবীন সাংবাদিক হিসেবে সেরা পদক পেলেন আজকের পত্রিকার নান্দাইল প্রতিনিধি মিন্টু মিয়া। আজ শনিবার বিকেল ৫টায় নান্দাইল প্রেসক্লাব পদক ২০২২ এর পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান বাবুল ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মড়লের সঞ্চালনা করেন। প্রেসক্লাব পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূঁইয়া। দৈনিক যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম. নুরুল ইসলাম, দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাউদ খানসহ প্রমুখ। 

নবীন সাংবাদিক মিন্টু মিয়া ২০১৪ সাল থেকে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের যুগ্নসাধারণ, দৈনিক আজকের পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সংবাদপত্রে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি করেন।

নান্দাইল প্রেসক্লাব ২০২২ এ ময়মনসিংহ উত্তরের ৮ জন সাংবাদিক পদক পান। পদকপ্রাপ্ত অন্যরা হলেন, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম. নুরুল ইসলাম, কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. আনিসুজ্জামান আনজু, যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেসুর রহমান সবুজ সহ চার জন প্রবীণ, দৈনিক নিউজ নান্দাইল প্রতিনিধি এইচএম সাইফুল্লাহ, আজকের পত্রিকার প্রতিনিধি মিন্টু মিয়া সহ ২ জন নবীন, সেতু এজেন্সির প্রো, লুৎফর রহমান ও নান্দাইল প্রেসক্লাবের বিদায়ী সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলকে পদকে ভূষিত করা হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা