হোম > সারা দেশ > ময়মনসিংহ

১১ বছর ধরে অনুপস্থিত চিকিৎসক, যোগদানের পর কর্মস্থলে ছিলেন মাত্র ৩ দিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন অনুজা রায় বনি প্রায় ১১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি হাসপাতালে যোগদানের পর মাত্র তিন দিন অফিস করেছেন। অনুজা রায়ের পদ শূন্য না হওয়ায় নতুন চিকিৎসক যোগদান করতে পারছেন না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অনুজা রায় ২০১৩ সালের ৩ নভেম্বর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পরবর্তী তিন মাসে মাত্র তিন দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন তিনি। এরপর প্রায় ১১ বছর ধরে প্রতি মাসে চিঠি চালাচালি করেও তাঁর খোঁজ পাচ্ছে না কর্তৃপক্ষ।

অনুজা রায় রংপুর জেলার বাসিন্দা। ১১ বছর ধরে তাঁর পারিবারিক ঠিকানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের কাছে চিঠি চালাচালি করা হয়েছে। অনুজা রায়ের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট আজকের পত্রিকাকে বলেন, একাধিক চিঠি পাঠানোর পরও চিকিৎসক অনুজা রায় বা তাঁর পরিবারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিনা অনুমতিতে অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ