হোম > সারা দেশ > জামালপুর

আট বছর অপেক্ষার পর গৃহবধূর কোলজুড়ে এল ৪ সন্তান

জামালপুর প্রতিনিধি

মাত্র ১৩ বছর বয়সে কাঠমিস্ত্রি আতাউর হোসেনের সঙ্গে বিয়ে হয় আনজুয়ারা বেগমের। এরপর কেটে যায় প্রায় আট বছর। হোসেন–আনজুয়ারা দম্পতি একটি সন্তানের জন্য সামর্থ্য অনুযায়ী সব করেছেন। কিন্তু সন্তানের কোমল ত্বকের ছোঁয়া তাঁরা পাননি। অবশেষে তাঁদের অপেক্ষার প্রহর শেষ হলো। একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন আনজুয়ারা (২১)।

জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আনজুয়ারার কোলজুড়ে আসে চারটি কন্যাশিশু। জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের বাসিন্দা আতাউর-আনজুয়ারা দম্পতি। 

আতাউর হোসেন বলেন, ‘আট বছর আগে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘদিনেও আমাদের কোনো সন্তান ছিল না। এখন আল্লাহ আমাদের চার মেয়ে দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুর রহমান চৌধুরী বলেন, গত বুধবার বিকেলে আনজুয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাশিশুর জন্ম দেন আনজুয়ারা। সন্তান ও মা সুস্থ আছেন। তবে নবজাতকদের স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় চার শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার