হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে মঞ্জুরুল ইসলাম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচা আনোয়ার হোসেন। আজ রোববার সকালে উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মঞ্জুরুল ভাটি লঙ্গরপাড়া চরবন্দর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর তাঁর চাচা চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আজ রোববার সকালে আমনের বীজতলার জন্য সেচ দিতে যান মঞ্জুরুল ইসলাম ও তাঁর চাচা আনোয়ার হোসেন। কিন্তু সেচ মোটরের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দেয়। পরে মঞ্জুরুল সেটি ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে আহত হন আনোয়ার হোসেন। পরে তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মঞ্জুরুলের বাবা মনু মিয়া বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মঞ্জুরুল সবার ছোট। আমার একমাত্র ছেলে মারা গেল। এডা আমি কী কইরা সইমু। আমার ছেলের মরদেহ ময়নাতদন্ত করতে চাই না।’

খড়িয়া কাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, ‘মরদেহ বাড়িতেই রয়েছে। আমরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আবু সাইম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০