হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫০০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে। প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

আজ শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুর রাজজাক। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই কর্মকর্তা আরও জানান, নগরের চকবাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক। আকুয়া বাইপাস এলাকায় মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোটছোট অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহার নামাজকে ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০