হোম > সারা দেশ > নেত্রকোণা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নুরু মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কাজীহাটি গ্রামের ছাত্রলীগের নেতা সামিউল বাসির বাদী হয়ে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নুরু মিয়া মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।  

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন নুরু মিয়া। এমন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফেসবুক ওয়ালে এমন আরও অনেক পোস্ট পাওয়া যায়।’ 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নুরু মিয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার