হোম > সারা দেশ > নেত্রকোণা

শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আরেক শিক্ষকের

মোহনগঞ্জ (নেত্রকোনা)  প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে শ্রেণিকক্ষে এক শিক্ষককে গলাধাক্কা ও অশালীন গালাগাল করার অভিযোগ উঠেছে আরেক শিক্ষকের বিরুদ্ধে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষক।

নেত্রকোনার মোহনগঞ্জের গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মু. আল আমিন। আর ভুক্তভোগী শিক্ষক একই স্কুলের মোহাম্মদ আবু ছালেক। তাঁরা দুজনই একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আবু ছালেক বলেন, বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে কথা বলার কারণে সহকর্মী আল আমিন আমার প্রতি ক্ষিপ্ত ছিল। দ্বিতীয় শ্রেণির একটি ক্লাসে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে শার্টের কলার চেপে ধরে। এ সময় বাপ-মায়ের নাম নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে বুকে ধাক্কা মেয়ে দূরে ফেলে দেয়। শিক্ষার্থীদের সামনেই এমন ঘটনা ঘটিয়েছে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি।’ 

অভিযুক্ত শিক্ষক মু. আল আমিন বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো তিনিই আমাকে বাবা-মা তুলে অশালীন গালাগাল করেছে। প্রধান শিক্ষকসহ স্কুলের অন্য শিক্ষকেরা সবাই বিষয়টি অবহিত আছেন। এর আগেও বিভিন্ন সময়ে অনেকবার তিনি আমাকে অশালীন ভাষায় গালাগাল করেছেন। আমিও এ বিষয়ে শিক্ষক আবু ছালেকের নামে অভিযোগ করব।’ 

অভিযোগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, ঘটনা তদন্তে আগামীকাল সোমবার সহাকারী শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে যাবেন। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ